June 24, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

ইম্মানূয়েল কয়ার টিমের ২ বছর পূর্তি উদযাপন

দ. প্রতিবেদক
খুলনায় ইম্মানূয়েল কয়ার টিমের দুই বছর পূর্তি আজ সোমবার উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিকাল ৫টায় নগরীর ছোট বয়রাস্থ ব্যাপ্টিস্ট চার্চ প্রাঙ্গণে কেক কাটা, প্রশংসা ও আরাধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। টিমের সভাপতি রেভাঃ জোকোস মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক মি. পলাশ রায়। এ সময় টিমের সদস্য রেখা অধিকারী, রিনা বিশ্বাস, মেরী মালাকার, খুশি হালদার, ঝর্ণা বিশ্বাস, এলিজাবেথ বাড়ৈ, প্রভা বারিকদার, যুথিকা বারিকদার ও নিপা ঢালীসহ টিমের বিভিন্ন পর্যায়ের সমর্থক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন: