July 1, 2025
খেলাধুলা

ইনিংসের প্রথম বলেই ‘শিকার’ ধরে শামির বিশ্বরেকর্ড

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংস ম্যাচের শুরুটা করেছিল ২১ বছরের কম বয়সী দুই ওপেনারকে দিয়ে। শায়েক রশিদ ও আয়ুশ মাহাত্রের বয়স যোগ করলে দাঁড়ায় ৩৮ বছর ১৩১ দিন। যা আইপিএলের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ওপেনিং জুটি। কিন্তু তাদের সেই জুটির বয়স মাত্র ১ বল। ইনিংসের প্রথম বলেই রশিদকে স্লিপে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন হায়দরাবাদ পেসার মোহাম্মদ শামি।

প্রথম বলে উইকেট নিয়েই আইপিএলে সবচেয়ে বেশি ইনিংসের শুরুতে শিকার ধরার রেকর্ড গড়লেন এই ৩৪ বছর বয়সী পেসার। এ নিয়ে শামি সর্বোচ্চ চারবার ইনিংসের প্রথম বলে উইকেট নিয়েছেন। অন্ধ্রপ্রদেশের ২০ বছর বয়সী ক্রিকেটার রশিদকে নিয়ে ওপেন করায় চেন্নাই। এর আগের দুই ম্যাচে যথাক্রমে ২৭ এবং ১৯ রান করলেও, আজ দাঁড়াতেই পারেননি ডানহাতি এই ওপেনার।

শামি বলটি করেছিলেন অফস্টাম্পের বেশ বাইরে, লেংথ ডেলিভারিতে। তাতে ব্যাট চালিয়ে কানা ছুঁয়ে বল চলে যায় হায়দরাবাদের প্রথম স্লিপে দাঁড়ানো অভিষেক শর্মার হাতে। এর মাধ্যমে প্রথম বোলার হিসেবে আইপিএলে চারবার ইনিংসের প্রথম ডেলিভারিতেই উইকেট নিলেন শামি। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে দ্বিতীয় সর্বোচ্চ তিনবার করে ইনিংসের প্রথম বলে উইকেট শিকারের রেকর্ড রয়েছে ৬ ক্রিকেটারের। তারা হচ্ছেন– লাসিথ মালিঙ্গা, অশোক দিন্দা, প্রভিন কুমার, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও ট্রেন্ট বোল্ট।

৮ ক্রিকেটার আইপিএলে একেবারে প্রথম বলেই উইকেট শিকার করেছেন দুইবার করে। তারা হলেন– ডার্ক ন্যানেস, ইরফান পাঠান, এলবি মর্কেল, হরভজন সিং, প্যাট কামিন্স, জহির খান, রবীচন্দ্রন অশ্বিন ও দীপক চাহার।

আইপিএলে শামির প্রথম বলেই আউট হয়েছেন যারা–
জ্যাক ক্যালিস (কলকাতা), ২০১৪
লোকেশ রাহুল (লখনৌ), ২০২২
ফিল সল্ট (কলকাতা), ২০২৩
শায়েক রশিদ (চেন্নাই), ২০২৫

যদিও আইপিএলের চলমান আসর ঠিক উপভোগ্য কাটছে না মোহাম্মদ শামির। হায়দরাবাদের এই পেসার এখন পর্যন্ত ৮ ম্যাচে মাত্র ৬টি উইকেট শিকার করেছেন। গত ম্যাচে তাকে ছাড়াই একাদশ গড়েছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে তারা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৭ উইকেটে হারে। আজকের ম্যাচে একাদশে ফিরেই শামি প্রথম বলে উইকেট তুলে নিলেন, যদিও ম্যাচে এটাই তার একমাত্র সম্বল। পূর্ণ করতে পারেননি বোলিং কোটা, ৩ ওভারে তার বোলিং ফিগার ছিল ২৮/১।

শামির কাছ থেকে মূলত আলোটা কেড়ে নিয়েছেন হায়দরাবাদের আরেক পেসার হার্শাল প্যাটেল। ৪ ওভারে তিনি ২৮ রানে ৪টি উইকেট নিয়েছেন। বিপরীতে ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়া চেন্নাই নির্ধারিত ওভার শেষের ১ বল বাকি থাকতেই ১৫৪ রানে অলআউট হয়ে যায়। তাদের পক্ষে ২৫ বলে ৪২ রান করেছেন এই ম্যাচ দিয়ে চেন্নাইয়ের জার্সিতে অভিষেক হওয়া দক্ষিণ আফ্রিকান তরুণ ডেওয়াল্ড ব্রেভিস। এ ছাড়া আয়ুশ মাহাত্রে করেন ৩০ রান।

শেয়ার করুন: