ইতিহাসের প্রথম দল হিসেবে ক্রিকেটে ইংল্যান্ডের অনন্য রেকর্ড
১৪৭ বছর, ৭১৭ জন খেলোয়াড় আর ১৮ হাজার ৯০০ এর বেশি ব্যক্তিগত ইনিংস শেষে ইতিহাসের প্রথম দল হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ লাখ রান পূরণ করেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ওয়েলিংটন টেস্টে দ্বিতীয় ইনিংসে টেস্ট ক্রিকেটে নিজেদের ৫ লাখ রান পূরণ করেছে ক্রিকেটের এই বনেদী দেশটি।
রুটের অন্যরকম সেঞ্চুরি
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে জো রুট অপরাজিত আছেন ৭৩ রানে। যা রুটকে নিয়ে গিয়েছে টেস্ট ক্রিকেটের অন্যতম বিরল এক তালিকায়। যেখানে তার সঙ্গী কেবল শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিং। ওয়েলিংটনে ক্যারিয়ারের ৬৫তম ফিফটি তুলে নেন জো রুট। যা তার ক্যারিয়ারে ১০০তম পঞ্চাশ পেরুনো ইনিংস।
সাদা পোশাকে জো রুটের সেঞ্চুরি ৩৫টি। আর আজ পেয়েছেন ৬৫তম ফিফটি। যা তাকে নিয়ে গিয়েছে শততম পঞ্চাশোর্ধ ইনিংস খেলার এলিট ক্লাবে। এই তালিকায় ১০৩টি পঞ্চাশ পেরুনো ইনিংস আছে রিকি পন্টিং এবং জ্যাক ক্যালিসের। আর সবার ওপরে আছেন শচীন টেন্ডুলকার। তার পঞ্চাশ পেরুনো ইনিংস মোট ১১৯টি।