August 21, 2025
খেলাধুলা

ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন পান্ত

হেডিংলিতে প্রথম ইনিংসে ছক্কা দিয়ে তিন অঙ্কে পা রেখেছিলেন ঋষভ পান্ত। দাপুটে সেই ব্যাটিং টেনে আনলেন দ্বিতীয় ইনিংসেও। এবারও করলেন সেঞ্চুরি। দুই ইনিংসেই সেঞ্চুরি করে বিরল এক রেকর্ডও গড়েছেন এই উইকেটকিপার ব্যাটার।

উইকেটকিপার ব্যাটার হিসেবে এত দিন দুই ইনিংসেই সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার ছিলেন জিম্বাবুয়ে কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ার। ২০০১ সালে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন তিনি। প্রথম ইনিংসে ১৪২ করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৯৯ রান করেছিলেন।

এবার অ্যান্ডি ফ্লাওয়ারের পাশে নাম লেখালেন পান্ত। ইতিহাসের দ্বিতীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে একই টেস্টের দুই ইনিংসেই ছুঁয়েছেন তিন অঙ্ক।

ভারতের হয়ে আরো কিছু রেকর্ড গড়েছেন পান্ত। ইংল্যান্ডের মাটিতে ভারতের কোনো ব্যাটার হিসেবে এই প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন তিনি।

ভারতের হয়ে দুই ইনিংসেই সেঞ্চুরি করা অষ্টম ব্যাটার পান্ত। এক ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি করা ভারতের ব্যাটারদের মধ্যে সবার উপরে আছেন সুনীল গাভাস্কারের (৩), দুবার আছে রাহুল দ্রাবিড়েও। একবার করে এমন কীর্তি আছে বিজয় হাজারে, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি ও রোহিত শর্মার।

শেয়ার করুন: