ইউক্রেনে হামলায় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো রাশিয়া
ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রথমবারের মতো একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করেছে বলে জানিয়েছে কিয়েভ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, রুশ বাহিনী সকালে দিনিপ্রো শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশেষ করে, রুশ ফেডারেশনের আস্ত্রাখান অঞ্চল থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্রেমলিনের আক্রমণ শুরুর পর প্রথমবার এই ধরনের অস্ত্র ব্যবহৃত হলো বলে বাহিনীটির একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্রটি আরো জানায়, এটি ‘স্পষ্ট’, প্রচলিত ও পারমাণবিক—উভয় ধরনের যুদ্ধাস্ত্র বহনে সক্ষম ওই ক্ষেপণাস্ত্র পারমাণবিক বিস্ফোরক বহন করেনি। তবে মস্কো ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কিনা জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তার ‘এই বিষয়ে কিছু বলার নেই’।
এদিকে আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো ছয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে বিমানবাহিনী জানিয়েছে। তবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি (আইসিবিএম) ভূপাতিত হয়েছে কি না, তা বিস্তারিত জানানো হয়নি।
আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চলানোর পর ইউক্রেনে এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো রুশ বাহিনী।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এটিএসিএমএস ব্যবহার করে কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেন। এর প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালা শিথিল করার ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের একদিন পরেই যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায় কিয়েভ।
ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, লন্ডনের কাছ থেকে অনুমতি পাওয়ার পর কিয়েভ যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র রাশিয়ার লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করেছে।
মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দুটি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে সেগুলো রাশিয়ার ভূখণ্ডে নাকি অধিকৃত ইউক্রেনে ভূপাতিত হয়েছে তা উল্লেখ করেনি।