ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
দুই দিন পরই শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩। আর আসন্ন এই আসরে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। তবে মূল পর্ব শুরুর আগে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। এ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আসামের গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর আজ বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি বাংলাদেশ। আর লঙ্কানদের বিপক্ষে ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন মেহেদী হাসান মিরাজ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোট পাওয়ায় প্রস্তুতি ম্যাচ খেলছেন না।
তবে আজকের ম্যাচে টাইগারদের অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচের আগে মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে শঙ্কা থাকলেও তিনি আজ মাঠে ফিরেছেন। আসামে বৃষ্টির শঙ্কা থাকলেও বাংলাদেশ সময় দুপুর ২টা বেজে ৩০ মিনিটে ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ( অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, সাকিব আল হাসান ও তানজিদ হাসান তামিম।