January 29, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

আসাদুজ্জামান কামাল ‘বাংলাদেশের কসাই’: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল হচ্ছেন বাংলাদেশের কসাই। ছোট ছোট ছেলেমেয়ে-ছাত্র-শ্রমিক ও রিকশাচালকদের নির্দয়ভাবে খুন করার অন্যতম বুচার হচ্ছেন তিনি। তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তার নিউজ যারা করছে তাদের মানটা আপনারা বোঝেন।

এটা একটা ইন্টারন্যাশনাল বড় রকমের প্রোপাগান্ড ক্যাম্পেইন। পৃথিবীর কেউ কোনো বুচারকে তার প্ল্যাটফর্ম, ইন্টারভিউ দেয় না। আসাদুজ্জামান কামাল ইজ দ্য বুচার অব বাংলাদেশ।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতীয় গণমাধ্যমে আসাদুজ্জামান কামালের সাক্ষাৎকার প্রচার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

এ ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি এটি আইনের ব্যত্যয় হয় তাহলে আইনগতভাবে দেখা হবে।
শেয়ার করুন: