আলেম ও ইমামদের টাইফয়েড টিকা কর্মসূচি প্রচারের আহ্বান
দেশের আলেম-ওলামা, মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের টাইফয়েড টিকাদান কর্মসূচি প্রচারের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
রোববার (১৪ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ উপলক্ষ্যে ধর্মীয় নেতাদের সমন্বয়ে এক অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আলেম সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ, মসজিদের ইমাম এবং মাদ্রাসা শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় কোভিড-১৯ টিকাদান, এইচপিভি টিকা ও হাম রুবেলা টিকাদান-এর ক্ষেত্রে সারা বিশ্বে রেকর্ড স্থাপন করেছে বাংলাদেশ। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সহায়তায় এখন প্রায় ৫ কোটি শিশুকে টাইফয়েডের টিকাদানের এ কর্মসূচি সফল করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। তিনি বলেন, টাইফয়েড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও জনগণকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের প্রতিটি স্তরে ইমাম, খতিব ও মাদরাসা শিক্ষকরা যদি এগিয়ে আসেন, তবে টিকাদান কার্যক্রম আরও সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে।
এ সময় বক্তারা টাইফয়েড টিকাদানের গুরুত্ব তুলে ধরে বলেন, এই টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের পাশাপাশি পরিবারের সব সদস্য দীর্ঘমেয়াদে সুরক্ষিত থাকবে। তাই আসন্ন ক্যাম্পেইন সফল করতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে কারিগরি সহায়তা দেয় ইউনিসেফের সোশ্যাল বিহেভিয়র চেঞ্জ প্রোগ্রাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতী মাছউদুল করীম, খাদেমুল ইসলাম জামায়াতের সেক্রেটারি জেনারেল মো. নাজমুল হক, মাদানী নেসাব শিক্ষা বোর্ডের সভাপতি আরিফ হাক্কানী, বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহ বাকী আন নদভীসহ ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রতিনিধিসহ সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কর্মকর্তা ওলামায়ে-কেরাম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও উপপরিচালকরা উপস্থিত ছিলেন।