আ’লীগ পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না : সেখ জুয়েল এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, আওয়ামী লীগ শুধুমাত্র দলীয় নেতাকর্মীদের পাশে থাকে না, অসহায় নিপীড়িত মানুষের পাশে থাকে। এটাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ।
তিনি বলেন, বর্তমান সরকার গৃহহীনদের গৃহ দিয়েছে, বেকারদের নতুন কর্মসংস্থানের সুযোগ যেমন করে দিয়েছে তেমনি নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। বর্তমান করোনা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ বা কোন দুর্ঘটনা আওয়ামী লীগ সবার আগে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জনগণের ক্ষমতায়নে বিশ^াসী আমরা। বিদেশী প্রভুদের দয়ায় রাতের আধাঁরে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে না আওয়ামী লীগ।
শনিবার দুপুরে নগরীর রূপসা কাঁচা বাজারে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে আলাপকালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নগর আ’লীগের দপ্তর সম্পাদক মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ, নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে সংসদ সদস্য নগরীর ২০নং ওয়ার্ডস্থ টিকা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, দপ্তর সম্পাদক মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, সাবেক যুবলীগ নেতা আনিসুর রহমান পপলু, নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, যুবলীগ নেতা মোহাম্মদ আলী প্রমুখ। এর আগে গত শুক্রবার রাতে সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল প্রয়াত যুবনেতা মনিরুজ্জামান সাগরের বাড়ীতে যান। শোক সন্তপ্ত পরিবারের সাথে কথা বলেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়