November 27, 2025
খেলাধুলা

আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হারল বাংলাদেশ

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা কেবলই যেন দীর্ঘ হচ্ছে! ব্যাটিং ব্যর্থতায় এবার ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে হারল বাংলাদেশ। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় ১৮ রানেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। এরপর তাওহিদ হৃদয় একাই লড়াই করেছেন। কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। তাতে ৩৯ রানে গেরেছে স্বাগতিকরা। চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেছেন হ্যারি টেক্টর। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান করেছে বাংলাদেশ। ১৮২ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। ম্যাথু হামফ্রিসের বলে উড়িয়ে মারার চেষ্টায় মিড অনে হ্যারি টেক্টরের হাতে ধরা পড়েন এই ওপেনার। তিনে নেমে পুরোপুরি ব্যর্থ লিটন দাস। পেসার মার্ক অ্যাডায়ারের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন টিম হ্যাক্টরের হাতে। ৩ বলে ১ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক। শূন্য রানে জীবন পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। তবে তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। জীবন পেয়েও মাত্র ১ রান করেছেন। ১ রানে ইমন ফেরায় ৫ রানেই বাংলাদেশ হারায় ৩ ব্যাটারকে। ইনফর্ম সাইফ হাসানও আজ ব্যর্থ হয়েছেন। ব্যারি ম্যাকার্থির বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন ডানহাতি এই ব্যাটার। ১৩ বলে ৬ রান করেছেন সাইফ। তাতে ১৮ রানে প্রথম সারির ৪ ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এমন বিপর্যয়ে দলের হাল ধরেন জাকের আলি ও তাওহিদ হৃদয়। দুজনে মিলে চেষ্টা করেন শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নেওয়ার। তবে খুব বেশিই দূর এগোতে পারেননি জাকের। ২০ রান করে জাকের ফিরলে ভাঙে ৪৮ রানের পঞ্চম উইকেট জুটি। এরপর তানজিম সাকিব-রিশাদ হোসেনরা দ্রুত ফিরলে আর কেউই হৃদয়কে সেভাবে সঙ্গ দিতে পারেননি। এক পাশে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেন হৃদয়। ৩৪ বলে ৫০ স্পর্শ করেন। আর সবমিলিয়ে অপরাজিত থেকেছেন ৫০ বলে ৮৩ রান করে। এর আগে দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টরের ব্যাটে দারুণ শুরু পায় আয়ারল্যান্ড। বড় হতে যাওয়া এই জুটি ভেঙেছেন তানজিম হাসান সাকিব। ২১ রান করে স্টার্লিং ফিরলে ভাঙে ৪০ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার টিম করেছেন ৩২ রান। তিনে নেমে দারুণ ইনিংস খেলেছেন হ্যারি টেক্টর। ৪৫ বলে অপরাজিত ৬৯ রান করেছেন তিনি। তার সামনে মুস্তাফিজ ছাড়া আর কোনো বোলারই সুবিধা করতে পারেননি। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহ পায়া আইরিশরা। এ ছাড়া লরকান টাকার করেছেন ১৪ বলে ১৮ রান। আর শেষ দিকে ১৭ বলে ২৪ করেছেন কুর্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল অপরাজিত থেকেছেন ৭ বলে ১২ রান করে।
শেয়ার করুন: