February 25, 2025
বিনোদন জগৎ

‘আমি বাংলায় গান গাই’ খ্যাত প্রতুল মুখোপাধ্যায় আর নেই

‘আমি বাংলায় গান গাই’ খ্যাত গায়ক প্রতুল মুখোপাধ্যায় আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্যটি।

আজ শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রতুল মুখোপাধ্যায়। জানা অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন গায়ক। ফলে হাসপাতাল-ই হয়ে উঠেছিলে তার বাড়ি-ঘর।

কদিন আগে অপারেশনের পর হার্ট অ্যাটাক হয় গায়কের। দ্রুত অবনতি হতে থাকে শারীরিক অবস্থার। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের ফলে পরিস্থিতি ক্রমে জটিল হয়ে ওঠে। ছিলেন নিউমোনিয়াতেও আক্রান্ত। চিকিৎসকদের চেষ্টার ত্রুটি ছিল না। কিন্তু সব বিফল করলেন ইহলোক ত্যাগ।

অসুস্থ প্রতুল মুখোপাধ্যায়ের পাশে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নিয়েই ক্ষান্ত থাকেননি। রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনকে হাসপাতালে পাঠিয়েছিলেন গায়কের খবর নিতে।

এর আগে গত ১৫ জানুয়ারি এসএসকেএম হাসপাতালে অসুস্থ সংগীতশিল্পীকে দেখতে যান মমতা। হাসপাতালে গিয়ে সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছিলেন তিনি। তার গলায় আমি ‘বাংলার গান গাই’ গানটিও শোনেন মুখ্যমন্ত্রী।

সপ্তাহ দেড়েক আগে শারীরিক অবস্থার অবনতি ঘটে প্রতুলের। পরে চিকিৎসকরা বুঝতে পারেন তার হার্ট অ্যাটাক হয়েছে। তড়িঘড়ি কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয় তাঁকে। সেখানেই ধরা পড়ে, ফুসফুসেও প্রবল সংক্রমণ রয়েছে। একেবারেই নিস্তেজ হয়ে পড়েন গায়ক। আর সুস্থ হয়ে ওঠা হলো না।

১৯৪২ সালে বরিশালে জন্ম প্রতুল মুখোপাধ্যায়ের। সরকারি স্কুলের শিক্ষকের সন্তান ছিলেন তিনি। ছোট থেকেই অভ্যাস ছিল গান লেখা, সুর দেওয়া ও গাওয়ার। ‘আমি বাংলায় গান গাই’ ছাড়াও অসংখ্য জনপ্রিয় গান আছে তার। এরমধ্যে ‘আলু বেচো’, ‘ছোকরা চাঁদ’, ‘তোমার কি কোনও তুলনা হয়’, ‘সেই মেয়েটি’, ‘ফেব্রুয়ারির একুশ তারিখ’উল্লেখযোগ্য।

শেয়ার করুন: