‘আমি বলব না সব ঠিক হয়ে গেছে’, বিপিএল নিয়ে ফারুক
দুপুরের দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলগুলোর সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
মাঝের সময়ে যে দুয়েকজন ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্টের সঙ্গে কথা হয়, তাদের কণ্ঠে ছিল স্বস্তি।
এতদিন ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবি বসে না, এমন অভিযোগ ছিল তাদের। ফারুক আহমেদের বোর্ড এ জায়গায় কিছুটা এগিয়েছে। তবে তাদের সামনে চ্যালেঞ্জ এখনও অনেক। দুটি ফ্র্যাঞ্চাইজি এখনও বিপিএলের গ্যারান্টির টাকা দেয়নি। তাদের সঙ্গে শনিবার আলাদা করে বসেছিলেন বিসিবি প্রধান।
সাংবাদিকদের পরে তিনি বলেন, ‘এখনো আমি বলছি ৯৫ শতাংশের মতো ঠিক হয়েছে। গত দুই মাস আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি। এখনও ওটা পুরোপুরি খুব একটা বেশি বের হতে পারিনি। সেজন্য ওই চ্যালেঞ্জটা এখনো আছে। আমি বলব না সব ঠিক হয়ে গেছে। এখনও কিছু পেমেন্ট বাকি রয়েছে। এটা আমরা কয়েকবার বাড়িয়েছি। ’
কবে নাগাদ এসব সমস্যা সমাধান হতে পারে এ নিয়ে ফারুক বলেন, ‘আমাদের যেহেতু ড্রাফট ১৪ তারিখ। এটা ওখানেই রেখেছি, ওইদিনই হবে। তার আগে আশা করি সব ঠিক হয়ে যাবে। ’
আগামী ১৪ অক্টোবর রাজধানীর পাঁচ তারকা হোটেলে হওয়ার কথা রয়েছে প্লেয়ার্স ড্রাফট। কিন্তু এর নিয়ম কেমন হবে, এটা এখনো ঠিক করতে পারেনি বিসিবি। নতুন দলগুলোর চাওয়া, তিনটি সরাসরি সাইনিং করাতে চান তারা। এতে আপত্তি আছে পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের।
ফারুক বলেন, ‘যেসব খুঁটিনাটি ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি। আমাদের রিটেনশনের ব্যাপারটা ভালো মতো কার্যকর হতো যদি সাতটা টিমই থাকতো। যেহেতু সাতটা টিম নেই, চারটা টিম আছে আর তিনটা নতুন এসেছে। সেক্ষেত্রে হয় কী যারা আছে তাদের এবং যারা আসবে তাদের ভারসাম্য আনার জন্য কিছুটা এডজাস্টমেন্ট দরকার হয়।