‘আমার মনে হয় তারা খেলা বোঝে না’, সমালোচকদের নিয়ে তাইজুল
বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টের প্রথম দিন শেষে ২২৭ রান করতে গিয়ে ৯ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। দিনের প্রথম দুই সেশন নিজেদের করে নিয়েছিল জিম্বাবুয়ের ব্যাটাররা। তবে শেষ সেশনে সফরকারীদের শিবিরে একের পর এক আঘাত হানেন তাইজুল ইসলাম। টাইগার এই বোলার একাই শিকার করেন ৫ উইকেট।
সিলেট টেস্টে বল হাতে সফল ছিলেন না তাইজুল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল সমালোচনা। সেসবের উত্তর চট্টগ্রামে বল হাতে দিয়েছেন এই স্পিনার। দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এতগুলো টেস্ট খেলার পর যতগুলো উইকেট হয়েছে, আলহামদুলিল্লাহ। একটা ম্যাচ দেখে যারা সমালোচনা করে আমার মনে হয় না তারা খেলা বোঝে।’
জোরে বোলিং করায় এমন সফলতা কি না? জবাবে তাইজুল বলেন, ‘বিষয়টা এমন না। যখন বলের সিম পুরোনো হয়ে যায় তখন একরকম থাকে। নতুন হলে আরেক রকম থাকে। পুরাতন বলে আমরা কত রান সেইভ দিতে পারি, পরে নতুন বল পাব।’