October 30, 2024
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

আমরা ন্যায় ও মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়তে চাই : উপদেষ্টা নাহিদ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আমরা ন্যায় ও মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। মৃত্যুর জন্য তখনো প্রস্তুত ছিলাম, এখনো আছি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৫ আগস্ট নিহত নাসিব হাসান রিয়ানের আত্মার মাগফিরাত কামনায় সচিবালয়ে দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ১৬ বছরের স্বৈরতন্ত্রকে উচ্ছেদ করা হলো। অথচ এ কথার পরিবর্তে অনেকেই প্রশ্ন তুলছেন যে, কেন অযথা হতাহত হতে রাস্তায় নামা হলো।’

তিনি আরও বলেন, দেশে এত মানুষ থাকা সত্ত্বেও অভ্যুত্থানে শহীদ ও আহতদের দায়িত্ব না নিলে এটা অন্যায়। এবং তাইই হচ্ছে। এখনো হাসপাতালগুলোতে অনেক আহত কাতরাচ্ছেন।

সরকারি কর্মচারীদের পদোন্নতির বিষয়ে উপদেষ্টা নাহিদ বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি কর্মচারীদের যেসব পদোন্নতি হয়েছে, তার জন্য কোনো সচিব বা উপদেষ্টার কৃতিত্ব নেই। বরং পদোন্নতি হয়েছে অভ্যুত্থানের প্রাণ বিনিময়ের কারণে।

শেয়ার করুন: