আবারও ইউরোপীয় ক্লাবের দরজা খুলছে মেসির!
ইউরোপের পাট চুকিয়ে আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসি যোগ দিয়েছেন ২০২৩ সালে। তখনই তাকে আবারও ইউরোপীয় ক্লাবে দেখার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যায়। মেসির সামনে সেই সুযোগ এনে দিতে যাচ্ছে মায়ামি। যে নিয়মে মৌসুমের মাঝপথে আর্জেন্টাইন মহাতারকা চাইলে ইউরোপ কিংবা স্বদেশি কোনো ক্লাবের হয়ে খেলতে পারবেন।
২০২৫ সালের অক্টোবরে শেষ হবে এমএলএসের চলতি মৌসুমের খেলা। ওই সময় পর্যন্ত মেসির সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে ফ্লোরিডার ক্লাবটির। এরপর মায়ামি নতুন করে তাকে প্রস্তাব করবে। সেই চুক্তিতেই এমএলএস–২০২৫ মৌসুম শেষে মেসির ইউরোপ কিংবা অন্য কোনো দেশি ক্লাবের হয়ে খেলার সুযোগ রাখা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
মার্কা, এসবি ন্যাশনসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে– মেসির জন্য নতুন চুক্তির প্রস্তাব প্রায় প্রস্তুত। এমএলএসের মৌসুম ফেব্রুয়ারিতে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয়। মেসির জন্য প্রস্তুত করা মায়ামির নতুন চুক্তিতে ডিসেম্বরের পর ইউরোপের কোনো ক্লাবে ধারে (লোন) গিয়ে খেলার সুযোগ রাখা হবে। এর পেছনে অবশ্য লাভটা আর্জেন্টিনারই। কারণ পরের বছর (২০২৬) রয়েছে ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টটির জন্য যেন ফিট থাকতে পারেন তাইতো খেলার মধ্যে থাকার সুযোগ রাখা হচ্ছে মেসির সামনে।
মেসি মায়ামির চুক্তি মানলে অবশ্য তিনিই প্রথম এমন ফুটবলার হবেন না, এর আগেও বেশ কয়েকজন এভাবে লোনে খেলতে গিয়েছিলেন এমএলএস থেকে। সাবেক ফরাসি তারকা থিয়েরি অরি নিউইয়র্ক রেড বুলস থেকে আর্সেনাল এবং ডেভিড বেকহ্যাম ও জ্লাতান ইব্রাহিমোভিচ এলএ গ্যালাক্সি থেকে লোনে এসি মিলানের হয়ে খেলতে গিয়েছিলেন।
প্রসঙ্গত, এমএলএসের নতুন মৌসুম শুরুর এখনও ঢের সময় বাকি। তার আগে আগামী শুক্রবার থেকে প্রাক-মৌসুম প্রস্তুতিতে নামছে ইন্টার মায়ামি। মূল প্রতিযোগিতা শুরুর আগে পাঁচটি প্রাক-মৌসুম ম্যাচ এবং এশিয়ার মাটিতে ২০২৪ সফরের বাকি থাকা কিছু ম্যাচ খেলতে যাবে ক্লাবটি। যেখানে মেসি-সুয়ারেজ কিংবা অন্য তারকা ফুটবলারদেরও দেখা যাবে।