February 23, 2025
আন্তর্জাতিক

আফ্রিকায় সমকামিতায় জড়িত ইমামকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকার মুহসিন হেনড্রিক্স নামের সমকামী ইমাম এলোপাতাড়ি গুলিত নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণাঞ্চলীয় শহর গেকেবারহার কাছে বন্দুকধারীদের গুলিতে মারা যান ৫৭ বছর বয়সী এই ধর্মগুরু।

দেশটির পুলিশের বিবৃতি অনুযায়ী, মুখ ঢাকা দুই অজ্ঞাত সন্দেহভাজন গাড়ি থেকে নেমে এনড্রিক্সের গাড়িতে একাধিক গুলি চালিয়ে তাকে হত্যা করে। তার মৃত্যুতে এলজিবিটি সম্প্রদায়ে শোকের ছায়া ফেলেছে। আন্তর্জাতিক লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্স এবং ইন্টারসেক্স অ্যাসোসিয়েশন এই হত্যার নিন্দা করেছে।

মুহসিন হেনড্রিকসই বিশ্বের প্রথম ইমাম, যিনি প্রকাশ্যে সমকামিতায় জড়িত থাকার কথা স্বীকার করেন। অজ্ঞাত দুই সন্দেহভাজন মুখ ঢাকা অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে মুহসিনের গাড়িটিকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়তে শুরু করে। পরে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, হত্যার উদ্দেশ্য এখনো জানা যায়নি। এ ঘটনা নিয়ে তদন্ত চলছে। ১৯৯৬ সালে নিজেকে সমকামী বলে ঘোষণা দেন মুহসিন। তার জন্ম কেপটাউনে। এই শহরের কাছে সমকামীদের জন্য আল ঘুরবাহ নামের একটি মসজিদ নির্মাণ করেছিলেন তিনি।

শেয়ার করুন: