October 9, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

আফগান নারী-শিশুদের অধিকার রক্ষায় জোর পররাষ্ট্র উপদেষ্টার

জাতিসংঘের সদর দপ্তরে ওআইসির আফগানিস্তান বিষয়ক মন্ত্রী পর্যায়ের যোগাযোগ গ্রুপে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আফগান নারী ও শিশুদের অধিকার রক্ষায় জোর দেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে এই অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য দেন উপদেষ্টা।

পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে আফগানিস্তানের জনগণের সঙ্গে বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন এবং শান্তি, স্থিতিশীলতা এবং মানবিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্মিলিতভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি আফগান নারী ও শিশুদের অধিকার রক্ষায় জোর দেন এবং ইসলামী সহযোগিতা সংস্থার কাঠামোর অধীনে আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগে অবদান রাখার জন্য বাংলাদেশের প্রস্তুতি পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন: