March 18, 2025
আন্তর্জাতিক

আফগানিস্তানের ৮০ ভাগ স্বাস্থ্যসেবা বন্ধের ঝুঁকিতে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, তহবিল সংকটের কারণে ২০২৫ সালের জুনের মধ্যে আফগানিস্তানে তাদের পরিচালিত ৮০ শতাংশ স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।

ডব্লিউএইচও জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সহায়তা কমানোয় ইতোমধ্যে ১৬৭টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে আফগানিস্তানে। জরুরি পদক্ষেপ না নিলে আরও ২২০টির বেশি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যাবে। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে ১৮ লাখের বেশি আফগান নাগরিক, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি।
ডব্লিউএইচও আফগানিস্তানের প্রধান এডউইন সেনিজা সালভাদর বলেন, এটি শুধু অর্থসংকট নয়, এটি একটি মানবিক বিপর্যয়, যা দেশটির স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতি বিপন্ন করবে। তালেবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা জাতিসংঘ ও দাতাদের সহায়তার ওপর অনেকাংশে নির্ভরশীল। এএফপি।

শেয়ার করুন: