আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা
বড় লক্ষ্য তাড়ায় ওপেনিংয়েই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন জাওয়াদ আবরার ও রিফাত বেগ। পরের ব্যাটারদের দৃঢ়তায় আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে বাংলাদেশ।
শনিবার দুবাইয়ে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৮৩ রান তোলে আফগানিস্তান। জবাবে ৭ বল আগে লক্ষ্যে পৌঁছায় আজিজুল হাকিমের দল।
ব্যাটিংয়ে নামা আফগান ইনিংসের চতুর্থ ওভারে প্রথম আঘাত হানেন সাদ ইসলাম। খালিদ আহমাদজাইকে কট বিহাইন্ড করিয়ে ১৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ডানহাতি এই পেসার। তবে তিন নম্বরে নামা ফয়সাল শিনোজাদার ব্যাটে দ্রুত চাপ কাটিয়ে ওঠে আফগানিস্তান।
দ্বিতীয় উইকেটে ৬৬ ও তৃতীয় উইকেটে ৯৩ রানে জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন শিনোজাদা। ৯৪ বলে ১০৩ রান করা ডানহাতি এই ব্যাটারকে ফিরিয়ে দলকে স্বস্তি এনে দেন ইকবাল হোসেন ইমন। এরপর প্রতিপক্ষের রানের লাগাম টেনে ধরেন বোলাররা। তবে অষ্টম উইকেটে ২৮ বলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে বড় সংগ্রহ পায় আফগানরা।
লক্ষ্য তাড়ায় আগ্রাসী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে দলের খাতায় ১৫১ রান যোগ করেন আবরার ও রিফাত। ৬২ রান করা রিফাতকে তুলে নিয়ে ২৭তম ওভারে এই জুটি ভাঙেন রুহউল্লাহ আরব। সেঞ্চুরির পথে থাকা আবরারকেও ফেরান তিনি। ১১২ বলে ৯ চার ও ৬ ছক্কায় ৯৬ রান করেন আবরার।
তৃতীয় উইকেটে অধিনায়ক আজিজুল ও কালাম সিদ্দিকির ব্যাটে সহজ জয়ের পথে ছিল বাংলাদেশ। কালামের (২৯) বিদায়ে ৬৬ রানের এই জুটি ভাঙার পর দ্রুত আরও তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দল। আজিজুল ফেরেন ৪৭ রান করে।৪৭তম ওভারে রানআউট হয়ে সাজঘরের পথ দেখেন মোহাম্মদ আবদুল্লাহ ও সাইমুন বশির। এরপর কোনো বিপদ ছাড়া জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। আগামী সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

