আন্তর্জাতিক মাস্টার হলেন ওয়াদিফা
শ্রীলঙ্কায় জোনাল দাবা ৩.২ প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মনন রেজা নীড় ও ওয়াদিফা আহমেদ। এই আসরে চ্যাম্পিয়ন হওয়ায় দু’জনই পরবর্তী দাবা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন।
তবে ওয়াদিফার নামের পাশে আরেকটি খেতাব যুক্ত হয়েছে। বাংলাদেশের চতুর্থ নারী দাবাড়ু হিসেবে আন্তর্জাতিক মাস্টার খেতাব পেয়েছেন তিনি। ১৯৮৫ সালে প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন রানী হামিদ। এর পর দাবার এই খেতাব পান শামীমা সুলতানা। দেশের তৃতীয় আন্তর্জাতিক মহিলা মাস্টার হিসেবে এই তালিকায় নাম লেখান শিরিন সুলতানা।
নিয়ম অনুযায়ী, এশিয়ান জোনালে ফিদে মাস্টারদের কেউ চ্যাম্পিয়ন হলে সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টার খেতাব মেলে। এ জন্য নর্ম পূরণের শর্ত থাকে না। আবার রেটিংও ২২০০ এর পরিবর্তে ২০০০ হলেই হয়। ওয়াদিফার রেটিং এখন ২০৯১। সে ক্ষেত্রে তাঁর মহিলা আন্তর্জাতিক মাস্টার হওয়ার পথে কোনো বাধা রইল না।
কলম্বো জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে স্বাগতিক দাবাড়ু ওশিনির সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলেন ওয়াদিফা। শেষ রাউন্ডে ড্র করলেই বিশ্বকাপ নিশ্চিত হতো তাঁর। গতকাল বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার রানী হামিদের সঙ্গে ড্র করে লক্ষ্য পূরণ করেন ওয়াদিফা। চ্যাম্পিয়ন হয়ে সংবাদ মাধ্যমকে দশম শ্রেণিতে পড়ুয়া দাবাড়ু বলেছেন, ‘অনেক ভালো লাগছে। আমার প্রাথমিক লক্ষ্য দেশের প্রথম মহিলা গ্র্যান্ড মাস্টার হওয়া। এর পরের লক্ষ্য গ্র্যান্ড মাস্টার। আমি লক্ষ্য পূরণে শতভাগ চেষ্টা করব।’
ওপেন বিভাগে ছিল নানা সমীকরণ। শেষ রাউন্ডে লঙ্কান দাবাড়ু দিলশানের সঙ্গে ড্র করেন নীড়। অন্যদিকে, আরেক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হারিয়ে দেন ফিদে মাস্টার ইমনকে। ফলে নীড় ৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হন। দুই সপ্তাহ আগে বিশ্ব জুনিয়র দাবায় মন্টিনিগ্রোতে নীড় ভালো পারফরম্যান্স করতে না পারলেও এশিয়ান জোনালে অবশ্য নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। বিশ্বকাপ দাবায় এটাই হবে তাঁর প্রথম প্রতিনিধিত্ব।
এশিয়ান জোনাল দাবায় ওপেন বিভাগে প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পুত্র ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এই টুর্নামেন্টে কয়েক রাউন্ড পর্যন্ত একক ও যুগ্মভাবে শীর্ষে ছিলেন। অষ্টম রাউন্ডে নীড়ের বিপক্ষে হেরে পিছিয়ে পড়েন তিনি। মঙ্গলবার শেষ রাউন্ডে জিতে সাড়ে ৬ পয়েন্ট নিয়ে লঙ্কান দিলশান, বাংলাদেশের ফাহাদ ও ইমনের সঙ্গে তাহসিনের সমান সাড়ে ৬ পয়েন্ট হয়। টাইব্রেকিং পদ্ধতিতে তাহসিন দ্বিতীয় ও লঙ্কান দাবাড়ু দিলশান হয়েছেন তৃতীয়।