September 19, 2024
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

আনোয়ারায় প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ঢল

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনকে ঘিরে আনোয়ারা উপজেলার কেইপিজেড মাঠে আয়োজিত জনসভায় মানুষের ঢল নেমেছে। অন্যদিকে, প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে পতেঙ্গা এলাকায় ভিড় করছে মানুষ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৮ অক্টোবর) সকালে টানেল উদ্বোধনের পর কেইপিজেড এই মাঠে ভাষণ দিবেন। টানেল দিয়ে তিনি দুপুর ১২টায় আনোয়ারা পৌঁছে সমাবেশে যোগ দেবেন। দুপুর ২টায় জনসভা শেষ করে আবার টানেল হয়ে পতেঙ্গার নেভাল একাডেমি এসে দুপুর ২টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকায় রওনা দেবেন প্রধানমন্ত্রী।

বিশাল এই জনসভায় প্রায় ১০ লাখ মানুষ যোগ দেবে বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন, টানেল উদ্বোধন হলে যোগাযোগের সুবিধা পাবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ও কক্সবাজার জেলার মানুষ। তাই তাদের মধ্যে বেশি উচ্ছ্বাস দেখা দিয়েছে।

পাশ্ববর্তী কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়া, পেকুয়া, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া থেকেও আসছেন নেতা-কর্মীরা।

মফিজুর রহমান জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ক্রসিং অংশ ও বিভিন্ন আঞ্চলিক সড়ক দিয়ে মিছিলে-স্লোগানে উজ্জীবিত নেতাকর্মীদের স্রোত জনসভাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। লাল-সবুজের টি-শার্ট ও মাথায় ক্যাপ পরে পায়ে হেঁটে এবং পিকআপ ভ্যান, ট্রাক ও বাসযোগে বিভিন্ন সড়ক ধরে আসছেন নেতা-কর্মীরা। মিছিলে বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগের নেতা-কর্মী-সমর্থকরা আছেন।

তিনি আরও জানান, জনসভাস্থলে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে আগত মানুষের ভিড় বাড়ছে। নৌকার আদলে সভামঞ্চ তৈরি করা হয়েছে।

সমাবেশে আসা নেতাকর্মীরা বলছেন, আজকে আমাদের ঈদের দিন। একদিকে এক পলক নেত্রীকে দেখব অন্য দিকে টানেল উদ্বোধন নিয়ে আমরা আজ ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। এটা আমাদের আজ ঐতিহাসিক দিন।

দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মো. ইকবাল হোসেন বলেন, বীর চট্টলার জনতা প্রধানমন্ত্রীর আগমনে উদ্বেলিত, উৎফুল্ল। নদীর তলদেশ দিয়ে টানেল আমাদের জন্য স্বপ্ন ছিল। সেটি বাস্তবে রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অপরদিকে, প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে চট্টগ্রামের নেভাল একাডেমিতে অবতরণ করবেন। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ভিড় করছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

টানেল প্রকল্পের পিডি প্রকৌশলী হারুন অর রশিদ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্ট্রাম মহানগরীর পতেঙ্গা ও আনোয়ারা উপজেলার কেইপিজেড মাঠের জনসভাস্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান মঞ্চ প্রাঙ্গণে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্য, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের বিভিন্ন ইউনিট এবং এসএসএফ সদস্যরা জনসভাস্থলে অবস্থান নিয়েছেন।

শেয়ার করুন: