January 17, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

আদিবাসী ছাত্র জনতার ওপর হামলা : দুই আসামি কারাগারে

রাজধানীর মতিঝিল এলাকায় আদিবাসী ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার ২ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন। এর আগে মতিঝিল থানার উপ-পরিদর্শক কাজী আরমান হোসেন তাদের কারাগারে রাখার আবেদন করেন। আসামির পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

কারাগারে যাওয়া আসামিরা হলেন— আরিফ আল খবির (৩৮), মো. আব্বাস ২৪।

জানা গেছে, গত ১৫ জানুয়ারি সকালে মতিঝিল মেট্রোরেল স্টেশনের পাশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে অবস্থানকালে স্টুডেন্টস ফর সভারেন্টি এর ব্যানারে আনুমানিক ১২০ বা ১৫০ লোকজন নিয়ে এনসিটিবি ভবনের সামনে হাজির হয় এবং তাদের বিক্ষোভ সভা শেষ করে এনসিটিবি ভবনের সামনে অবস্থান করে। অপর দিক দৈনিক বাংলা মোড় হতে দুপুর প্রায় ১ টার সময় আদিবাসী ছাত্র-জনতা আনুমানিক ১৩০ বা ১৬০ জন সহ এনসিটিবি ভবনের দিকে অগ্রসর হতে থাকে।  স্টুডেন্টস ফর সভারেন্টির কিছু উচ্ছৃঙ্খল লোকজন অতর্কিতভাবে ত্রাস সৃষ্টি করে হাতে থাকা জাতীয় পতাকা সম্বলিত স্টাম্প দ্বারা আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলা করে। এতে আদিবাসী ছাত্র-জনতার ৮ বা ৯ জন আহত হন। এই ঘটনায় ৮ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় আসামিদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে আনা হয়।

শেয়ার করুন: