November 21, 2024
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

আটক জেলেদের জন্য ‘কনস্যুলার অ্যাক্সেস’ চেয়েছে ভারত

 বাংলাদেশের জলসীমায় আটক জেলেদের জন্য ‘কনস্যুলার অ্যাক্সেস’ চেয়েছে ভারত। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।

রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এদিন বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।

তৌফিক হাসান বলেন, বৈঠকে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের জলসীমায় আটক ভারতীয় জেলেদের জন্য ‘কনস্যুলার অ্যাক্সেস’ চেয়েছেন। এ অনুরোধ আমরা ইতোমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমরাও আমাদের আটক জেলেদের দ্রুত মুক্তি চেয়েছি।

‘কনস্যুলার অ্যাক্সেস’ হলো— বিদেশে কোনো নাগরিক গ্রেপ্তার হলে তাকে সহায়তা দেওয়ার জন্য দূতাবাস থেকে ওই ব্যক্তির সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ।

গত ১৮ অক্টোবর বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করা ৪৮ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী ও কোস্টগার্ড। এ সময় ভারতীয় তিনটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়।

শেয়ার করুন: