January 27, 2025
জাতীয়লেটেস্ট

আজ ২ জেলায় শৈত্যপ্রবাহ, শীত বাড়ার পূর্বাভাস

রাজধানীসহ সারা দেশেই শীতের তীব্রতা গতকাল থেকে বেড়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলে কাঁপন ধরিয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার পর রাজধানীতে কুয়াশা কেটে সূর্যের আলো দেখা যায়। তবে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সূর্য দেখা যায়নি। আজ উত্তরবঙ্গের দুই জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ।

গতকাল রাজধানীতে তাপমাত্রা আগের দিনের চেয়ে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রাও কমে যায়। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে কুয়াশা থাকতে পারে। পরদিন শনিবার থেকে তাপমাত্রা আরও কমে শীত বাড়তে পারে। দু-একটি স্থানে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। ২৮ জানুয়ারির পর তাপমাত্রা আবার বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা সমকালকে বলেন, জানুয়ারির পর থেকেই আস্তে আস্তে শীত বিদায় নেবে।

শেয়ার করুন: