November 24, 2024
লেটেস্টশীর্ষ সংবাদ

আগে হত্যা করত গুলি করে, এখন হত্যা করে কারাগারে আটকে রেখে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, সরকার আগে বিএনপির নেতা–কর্মীদের হত্যা করত গুলি করে, গুম করে। আর এখন হত্যা করে পিটিয়ে, জেলখানায় আটকে রেখে, খাবার না দিয়ে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব অভিযোগ করেন মির্জা আব্বাস।

কুশিক্ষায় শিক্ষিত লোকেরা দেশটাকে ধ্বংসের দিয়ে নিয়ে যাচ্ছে অভিযোগ করে বিএনপির মির্জা আব্বাস বলেন, তারা দেশকে ভালোবাসে না। ভালোবাসে টাকা। এই লোকগুলো টাকাপয়সা, ধনসম্পদ লুট করে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে। তিনি বলেন, ‘জনতা ব্যাংক থেকে সব নিয়মকানুন ভেঙে ২২ হাজার কোটি টাকা নিয়ে গেছে। যিনি নিলেন, তিনিও শিক্ষিত; যিনি দিলেন, তিনিও শিক্ষিত। এঁদের ভেতর দেশপ্রেম নেই, ভালোবাসা নেই।’

১০০ টাকার মান ১৪ টাকা কমে গেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, অর্থনৈতিকভাবে দেশের মানুষকে পঙ্গু বানিয়ে ফেলা হচ্ছে। খুন–গুম করে রাজনৈতিকভাবে দেশের মানুষকে পঙ্গু বানিয়ে ফেলা হচ্ছে। তিনি দাবি করেন, এই সরকার পদত্যাগ না করলে এই দেশের মানুষ বাঁচবে না।

মির্জা আব্বাস বলেন, ‘আমাদের দেশ নিয়ে বহু দেশ মাথা ঘামাচ্ছে।’ ভারতের উদ্দেশে তিনি বলেন, এই দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করেন। সরকারের সঙ্গে নয়, আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গেও নয়।’

সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা এখন মৃত্যুর ভয় করি না। বন্দুক তাক করার চেষ্টা করবেন না। আপনাদের বন্দুকের গুলিতে কেউ পিছু যাবে না।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লা, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক রাজীব আহসান, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল চারটার দিকে কালো পতাকা গণমিছিল বের করা হয়। মিছিলটি ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল ও রাজধানী সুপারমার্কেট হয়ে দয়াগঞ্জে গিয়ে শেষ হবে।

গত ১২ জুলাই সরকার হটানোর এক দফার আন্দোলন শুরুর পর ঢাকায় মহাসমাবেশ, ঢাকার চার প্রবেশমুখে ‘অবস্থান’ কর্মসূচি এবং একাধিকবার গণমিছিল করেছে বিএনপিসহ বিরোধী দলগুলো।

এর আগে ১১ ও ১৮ আগস্ট গণমিছিল হয়। অর্থাৎ চলতি আগস্ট মাসের গত তিন শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো গণমিছিল করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা গণমিছিলে অংশ নিয়েছেন। আজকের কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম ছিলেন না। তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।

ঢাকা প্রতিনিধি

শেয়ার করুন: