November 26, 2024
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

আগামীতে সংঘর্ষ ও হামলার ঘটনা সহ্য করা হবে না: উপদেষ্টা আসিফ

রাজধানীর যাত্রাবাড়ীতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও হামলার মতো ঘটনা আগামীতে সহ্য করা হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন— এটি আমরা জানতে পেরেছি। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সামনের দিকে এ ধরনের কোনো কার্যক্রম কোনোভাবেই টলারেট করা হবে না।

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা-ভাঙচুর ও মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, সামাজিকমাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি, তিন জন নিহত হওয়ার একটি খবর রটেছিল। তবে এখন পর্যন্ত কারও নিহত হওয়ার কোনো সংবাদ আমরা পাইনি। নানা মাধ্যমে চেষ্টা করেও নিশ্চিত হওয়া যায়নি। প্রতিষ্ঠিত কোনো গণমাধ্যমেও এ ধরনের খবর আমরা পাইনি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করেছে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য। যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের দুর্বলতা ছিল।

সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘কোনো পত্রিকার বিরুদ্ধে যদি কারও কোনো অভিযোগ থাকে তাহলে তা জানাতে পারে। তবে তা শান্তিপূর্ণ হতে হবে। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা আমরা সমর্থন করি না। এ ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে টলারেট করা হবে না।’

তিনি বলেন, ‘ভাঙচুরের ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আহ্বান থাকবে, মানুষের যদি ক্ষোভ থাকে তাহলে যেন শান্তিপূর্ণভাবে প্রকাশ করে

শেয়ার করুন: