December 22, 2024
খেলাধুলা

আইসিসির সভাতেও কাটেনি চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনিশ্চয়তা

আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সবার নজর থাকলেও বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত বৈঠকেও কোনো সমাধান আসেনি। চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু নিয়ে সিদ্ধান্ত গড়িয়েছে ৭ ডিসেম্বরের সভায়। সভায় সভাপতিত্ব করেন আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ, যিনি ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। 

পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক, কিন্তু ভারতের আপত্তিতে পাকিস্তানে তাদের ম্যাচ খেলতে রাজি নয় ভারত। তারা চায় নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে হোক। অন্যদিকে পাকিস্তান পাল্টা প্রস্তাব দিয়েছে, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হলে তারা ভারতে অনুষ্ঠেয় ভবিষ্যৎ টুর্নামেন্টগুলো অন্য দেশে খেলবে।

বাংলাদেশও ভারতীয় ম্যাচগুলোর আয়োজক হওয়ার আগ্রহ দেখিয়েছিল। তবে বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের কারণে সেই সম্ভাবনা এখন প্রায় নেই।

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আইসিসির উপর চাপ বাড়াচ্ছে সম্প্রচার সত্ত্বাধিকারী স্টার ইন্ডিয়া। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ভারত যদি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, আইসিসির ক্ষতি হবে ভারতীয় মুদ্রায় প্রায় ৫ হাজার ৭১৬ কোটি রুপি। আর পাকিস্তান সরে দাঁড়ালে ক্ষতি হবে ৭৫০ কোটি রুপি।

এই বিপুল অর্থনৈতিক প্রভাবের কথা মাথায় রেখে স্টার ইন্ডিয়া চাইছে ভারতকে টুর্নামেন্টে রাখতে, প্রয়োজনে পাকিস্তানকে বাদ দিয়েও।

পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেল নিয়ে জয় শাহ কোনো চূড়ান্ত প্রতিক্রিয়া জানাননি। তার অবস্থান জানার আগেই সভা ৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও পাকিস্তানি জিও নিউজ জানিয়েছে, এই বিষয়ে আলোচনা আগামী বৈঠকেই চূড়ান্ত হতে পারে।

বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের বিরোধ চ্যাম্পিয়নস ট্রফিকে গভীর অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে। যেখানে আইসিসির জন্য আর্থিক স্থিতিশীলতাও গুরুত্বপূর্ণ, সেখানেই রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনে আটকে গেছে সমাধান। ৭ ডিসেম্বরের সভার দিকে এখন তাকিয়ে বিশ্ব ক্রিকেট।

শেয়ার করুন: