April 3, 2025
খেলাধুলা

আইসিসির চেয়ারম্যান হিসেবে যাত্রা শুরু জয় শাহর

আইসিসির চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জয় শাহ। এরমধ্য দিয়ে শেষ হল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটিতে নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের অধ্যায়। পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির প্রধান হলেন জয় শাহ।

আজ সংবাদ বিজ্ঞপ্তিতে জয় শাহর দায়িত্ব নেয়ার বিষয়টি জানিয়েছে আইসিসি। একইসঙ্গে বিষয়টিকে বিশ্ব ক্রিকেটের নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছে সংস্থাটি। গত আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ। আইসিসি বোর্ডের মনোনীত একমাত্র প্রার্থী ছিলেন তিনি। তাই আনুষ্ঠানিক নির্বাচনের প্রয়োজন হয়নি।

২০১৯ সালের অক্টোবর থেকে বিসিসিআই সচিবের দায়িত্ব পালন করছেন জয় শাহ। ২০২১ সালের অক্টোবর থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধানও তিনি। এবার দায়িত্ব শুরু করলেন আইসিসি প্রধান হিসেবে।

আইসিসির চেয়ারম্যান হয়ে জয় শাহ বলেছেন, ‘আমি আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে গর্বিত এবং আইসিসির কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞ আমার উপর ভরসা রাখার জন্য। এটা ক্রিকেটের জন্য দারুণ সময়, কারণ আমরা ২০২৮ সালে অলিম্পিকের জন্য তৈরি হচ্ছি। ফলে বিশ্বে আরও বেশি করে সমর্থক আমাদের সঙ্গে যোগ দেবে।’

আইসিসির চেয়ারে বসার পর জয়ের পরিষ্কার বার্তা, বিশ্বব্যপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে হবে। একাধিক ফর্ম্যাটে নারীদের ক্রিকেটের উন্নতি নিয়ে আরও আলোচনা হবে।

সদ্য সাবেক আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলেকেও ধন্যবাদ জানিয়েছেন জয়। তিনি বলেন, ‘গত চার বছর ধরে যে ভাবে লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন গ্রেগ বার্কলে, তার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই। এই সময়ে তিনি একাধিক মাইলস্টোন স্পর্শ করেছেন। আমি আইসিসি টিমের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। বিশ্বমঞ্চে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোই আমাদের লক্ষ্য।’

শেয়ার করুন: