অস্ট্রেলিয়াকে হারিয়ে কড়া শাস্তি পেলেন প্রোটিয়া অলরাউন্ডার
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইকেট পাওয়ার পর উদযাপন করতে গিয়ে শাস্তির মুখে পড়লেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশ। বেন ডোয়ারশুইসকে আউট করে ডাগআউটের দিকে ইঙ্গিত করায় আইসিসি তাকে এক ডিমেরিট পয়েন্ট দিয়েছে।
ম্যাচের ১৭তম ওভারে ডোয়ারশুইসকে বোল্ড করেন বশ। এরপর ব্যাটসম্যান ফিরতে ফিরতেই ডাগআউটের দিকে হাত তুলে কিছুটা উসকানিমূলক ভঙ্গিমায় উদযাপন করেন তিনি। তবে এমন উদযাপন করতে গিয়ে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করেছেন প্রোতিয়া এই ক্রিকেটার।
তিনি অবশ্য নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। এমনকি আইসিসির শাস্তিও মেনে নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম অপরাধ। ওই ম্যাচটি ছিল তার ১১তম আন্তর্জাতিক ম্যাচ।
আইসিসির আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করেছেন বশ। ওই ধারা অনুযায়ী, কোনও ব্যাটার আউট হওয়ার পর তাকে উদ্দেশ্য করে কটূ ভাষা, অঙ্গভঙ্গি বা এমন কিছু বলা যাবে না, যা তাকে অপমান করতে পারে বা প্রতিক্রিয়ায় আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।
তবে মাঠের পারফরম্যান্সে বেশ আলো ছড়িয়েছেন বশ। মাত্র তিন ওভারে ২০ রান দিয়ে তুলে নিয়েছেন তিনটি উইকেট। তার এই পারফরম্যান্সেই ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা, সিরিজ হয়েছে ১-১ এ সমতায়। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ভরাডুবির পর দ্বিতীয় ম্যাচে দলকে দারুণ শুরু এনে দেন ডেওয়াল্ড ব্রেভিস। মাত্র ৫৬ বলে ১২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করেই দক্ষিণ আফ্রিকা করে ৭ উইকেটে ২১৮ রান।
জবাবে অস্ট্রেলিয়াকে ১৬৫ রানে গুটিয়ে দিতে বশের পাশাপাশি তিনটি উইকেট নেন কুয়েনা মাফাকা। শেষ টি-টোয়েন্টি হবে শনিবার, কেয়ার্নসে। এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।