অর্থপাচার মামলায় সিঙ্গাপুরে ১০ বিদেশি গ্রেপ্তার
মঙ্গলবার সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) একইসঙ্গে রাজধানী সিঙ্গাপুর সিটির বিভিন্ন অংশে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার করে। বুধবার পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। এই অভিযানকে দেশটির ইতিহাসে অর্থ পাচারবিরোধী সবচেয়ে বড় অভিযানগুলোর একটি বলা হচ্ছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাইপ্রাস, তুরস্ক, চীন, কম্বোডিয়া এবং ভানুয়াতুর নাগরিক। তাদের সবার বিরুদ্ধে মানি লন্ডারিং, জালিয়াতি ও গ্রেপ্তার এড়াতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া এক বিবৃতিতে এই ব্যক্তিরা কে কোথা থেকে গ্রেপ্তার হয়েছেন, তার বিবরণ দেওয়া হয়েছে। বেশির ভাগকেই গ্রেপ্তার করা হয়েছে তাঁদের বিলাসবহুল বাংলো থেকে। তাদের একজন আবার গ্রেপ্তার এড়াতে বারান্দা থেকে লাফ দিয়ে ড্রেনে লুকিয়েছিলেন।
এখন পর্যন্ত ৯৪টি সম্পত্তি ও ৫০টি গাড়ি জব্দ করা হয়েছে, যার মোট মূল্যমান ৮১ কোটি ৫০ লাখ সিঙ্গাপুর ডলার। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট, নগদ অর্থ, বিলাসবহুল ব্যাগ, গয়না, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস ও কিছু ভার্চুয়াল সম্পদের বিবরণযুক্ত নথি জব্দ করা হয়েছে।
ইন্টারন্যাশনাল ডেস্ক