September 17, 2025
খেলাধুলা

অবশেষে খেলছে পাকিস্তান, ক্ষমা চেয়েছেন পাইক্রফট

আরব আমিরাতের বিপক্ষে আজকের ম্যাচে পাকিস্তান খেলবে কি না তা নিয়ে কত নাটকীয়তা যে হলো। ম্যান ইন গ্রিনরা ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল আগেই। এদিকে আজ ম্যাচের সময়ও এক ঘন্টা পেছানো হয়। সব মিলিয়ে সালমান আঘার দল খেলবে কি না তা নিশ্চিত ছিল না। তবে সব শঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে নামছে পাকিস্তান। টসে হেরে আগে ব্যাট করছেন সাইম আইয়ুবরা। 

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে ম্যাচটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়েছে। এশিয়া কাপ গ্রুপ ‘এ’–এর পাকিস্তান–আমিরাত ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় (বাংলাদেশ সময় সাড়ে আটটায়)। এক ঘণ্টা পিছিয়ে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সাড়ে নটায়।

এদিকে এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, পাকিস্তানের দাবীর মুখে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তা সত্য নয়। ম্যাচ রেফারি থাকছেন তিনিই।

তবে পাইক্রফট পাকিস্তান দলের কাছে ক্ষমা চেয়েছেন বলেই জানা গেছে। পাইক্রফট পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন—পাকিস্তানের সাংবাদিকদের জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শেয়ার করুন: