অনূর্ধ্ব-১৯ ক্রিকেট এশিয়া: কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
সংযুক্ত আরব আমিরাতে চলমান অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপে শুরু থেকেই ভালো খেলেছে বাংলাদেশ। দাপুটে পারফর্ম্যান্স দিয়ে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে নেয় জুনিয়র টাইগাররা। নেপাল ও আফগানিস্তানের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচে হারে লাল-সবুজের দল। তবে দুই ম্যাচ জিতে সেমির টিকিট কাটে আজিজুল হাকিম তামিমের দল।
শেষ চারের ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এ ম্যাচে আগে ব্যাট করেছে পাকিস্তান। মারুফ মৃধা ও ইকবাল হোসেন ইমনের বোলিং তোপে পাকিস্তান অল আউট হয় ১১৬ রান করেই। পরে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ। অধিনায়ক তামিমের অপরাজিত ৬১ রানের ইনিংসের সুবাদে ৭ উইকেটে জিতে বাংলাদেশ।
দারুণ এই জয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে টাইগার যুবারা। এদিকে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে তামিমের দল। অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। এ ম্যাচে লঙ্কানদের ৭ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারতীয়রা।
যুবাদের এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গতবারের আসরে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবার শিরোপা জেতার পথে সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশী যুবারা।
এর আগে ২০১৯ আসরে প্রথমবার এ টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল বাংলাদেশ, সেবার ভারতের কাছে ৫ রানে হেরে শিরোপা খোয়াতে হয়েছিল টাইগার যুবাদের। এবারের আসরে শিরোপা ঘরের তোলার লড়াইয়ে আগামী ৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।