অনলাইন প্রতারণা/Phishing: ফোনে লটারি জেতার মেসেজ এলে কী করবেন?
প্রায়ই মোবাইল ফোনে লটারি জেতার মেসেজ আসে। এসব মেসেজে বিপুল অংকের প্রলোভন থাকে। এবং এই অর্থ উত্তোলনের জন্য একটি লিংকে ক্লিক করতে বলা হয়। আপনি যদি এই প্রলোভনে পা দেন তবে সর্বশান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কেননা, এই মেসেজ এক ধরনের ফিশিং মেসেজ। ইন্টারনেটে ফিশিং (ইংরেজিতে Phishing) বলতে প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য, যেমন ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করাকে বোঝানো হয়ে থাকে।
ফোনে এই ধরনের ভুয়া, প্রলোভন সম্পর্কিত মেসেজ এলে নম্বরটি ব্লক করার পাশাপাশি রিপোর্টও করুন। ফোন নম্বরটি শুধু ব্লক করে দিলে, আপনার কাছে ওই নম্বর থেকে সরাসরি ফোন আসা হয়তো বন্ধ হবে, কিন্তু আরও বহু মানুষ প্রতারিত হতে পারেন।
এখন কমবেশি সকলের ফোনেই ‘ট্রু কলার’ ইনস্টল করা থাকে, যাতে নম্বরটি কোথা থেকে এসেছে, বুঝতে সুবিধা হয়। যদি ‘ট্রু কলার’ না থাকে, তা হলে গুগ্ল প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নিন। এবার ভুয়া ফোন নম্বরটিকে ট্রু কলারের মাধ্যমে রিপোর্ট করুন। নম্বরটি তা হলে ‘স্ক্যাম কল’ হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। মেসেজ বা হোয়াটসঅ্যাপ থেকেও ফোন নম্বরটি ভুয়া কি না, তা রিপোর্ট করা যায়।
প্রতারকদের থেকে আসা কোনও ফোন যদি রিসিভ করেন কিংবা বে কোনও মেসেজের লিঙ্কে ক্লিক করে ফেলেন, তা হলে সবচেয়ে আগে নিজের ব্যাংক ও অন্যান্য অ্যাকাউন্টে সব ঠিক আছে কি না দেখে নিন। এমন ফোন বা মেসেজের মাধ্যমে অনেক সময়েই ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টল করে দেয় প্রতারকেরা। তাই আপনার ফোনে কেউ নজর রাখছে কি না অথবা ব্যাংক অ্যাকাউন্টে কোনও সন্দেহজনক কিছু ঘটছে কি না, তা আগে নজরে রাখুন। প্রয়োজনে ব্যাংকের সঙ্গে কথা বলুন।
যদি দেখেন, অজানা নম্বর থেকে ক্রমাগত ফোন বা মেসেজ আসছে বা আপনাকে কোনও ওটিপি পাঠানো হচ্ছে, তা হলে আগে ফোনের লকস্ক্রিন ও বাকি সব অ্যাপের পাসওয়ার্ড বদলে ফেলুন। জিমেইল বা হোয়াটসঅ্যাপেও এমন ওটিপি বা সন্দেহজনক লিংক আসতে পারে। তাই সাবধান থাকতে ভালো কোনও অ্যান্টিভাইরাস ডাউনলোড করে ফোন স্ক্যান করে নিন। আর্থিক লেনদেন হয় এমন সমস্ত অ্যাপের নতুন পাসওয়ার্ড দিন।