অনন্য নজির গড়ে শিরোপা জয়ের সুযোগ পিএসজির
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের চলতি মৌসুম শুরুর আগেই পিএসজিকে বিদায় জানান কিলিয়ান এমবাপে, যোগ দেন রিয়াল মাদ্রিদে। নিজেদের ইতিহাসের সেরা ফুটবলারকে ছাড়াও অবশ্য দুর্দান্ত খেলছে ফরাসি জায়ান্টরা। দলটির জন্য লিগ ওয়ানের শিরোপা জেতা এখন সময়ের ব্যাপার কেবল। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও একাধিক শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। তবে উসমান দেম্বেলের সামনে অপেক্ষা করছে অনন্য এক রেকর্ড।
ফ্রান্সের লিগে আগে যা কখনো হয়নি তাই করে দেখানোর সুযোগ পিএসজির সামনে। চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবদলই কমবেশি হারের মুখ দেখেছে। তবে ব্যতিক্রম কেবল পিএসজি। নিজেদের লিগে এখনো কোনো ম্যাচ হারেনি এনরিকের শিষ্যরা। তাই দেম্বেলের সামনে সুযোগ অপরাজিত থেকে লিগ শিরোপা জেতার।
টানা চতুর্থবারের মতো শিরোপা জয় নিশ্চিত হওয়ায় এবার অনন্য এই রেকর্ডকে পাখির চোখ করেছেন পিএসজির কোচ এনরিকেও। বাংলাদেশ সময় শনিবার রাত ৯টায় ঘরের মাঠে এঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এ ম্যাচে ড্র করলে ছয় ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হবে দলটি। এর আগে সংবাদ সম্মেলনে এসে অপরাজিত থেকে লিগ চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এনরিকে।
এনরিকে বলেন, “এখন পর্যন্ত আমি এ (রেকর্ডের) বিষয়ে আগ্রহী ছিলাম না। তবে অবশ্যই আমরা অপরাজিত লিগ মৌসুম শেষ করতে চাই।” সেই সঙ্গে লড়াকু ফুটবল খেলার কথাও জানিয়েছেন তিনি। তিনি বলেন, “আমরা কেবল চ্যাম্পিয়ন হতে চাই না, একই সঙ্গে আমরা লড়াকু ফুটবল খেলতে ও ভালো খেলতে চাই। আমরা আমাদের রেকর্ড ও পরিসংখ্যান সমৃদ্ধ করতে চাই।”
এদিকে একাধিক শিরোপা জয়ের হাতছানির সামনেও নিজের দলের ফুটবলারদের উন্নতির জায়গা আছে বলে মনে করেন এন্রিকে। তিনি বলেন, “আমরা সবসময় উন্নতি করতে পারি। খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে ও দলগতভাবে আরও উন্নতি করতে পারে। আমরা এমনভাবে অনুশীলনের চেষ্টা করছি, যেন ম্যাচে তার প্রতিফলন পড়ে। কিছু বিষয়ে আমরা পরিবর্তন আনছি। এটা দলগত খেলা, তাই পারফরম্যান্সে শীর্ষ পর্যায়ে পৌঁছানো অনেক কঠিন।”