অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনা জানালেন তাসকিন
আফগানিস্তানের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যদের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে বিসিবি। যদিও শান্তর নেতৃত্বে না থাকা নিয়ে সরগরম ছিল দেশের ক্রিকেট অঙ্গন।
আপাতত আসন্ন আফগানিস্তান সিরিজকে সামনে রেখে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই দল ঘোষণা করলেও সিরিজের আগে থেকেই শান্তর নেতৃত্বে থাকা নিয়ে চলছে আলোচনা। যদিও লম্বা সময় শান্ত অধিনায়কের পদে থাকবেন এমন সম্ভাবনা কম। ওয়ানডে এবং টেস্টে একই অধিনায়ক রাখা হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন অধিনায়কের বিষয়টি ভাবছে বিসিবি।
টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক হিসেবে আলোচনায় আছেন পেসার তাসকিন আহমেদ। আফগানিস্তান সিরিজের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হন এই পেসার। সেই সময়ই উঠে আসে অধিনায়কত্ব প্রসঙ্গ।
অধিনায়ক হওয়ার বিষয়ে তাসকিন বলেন, ‘অধিনায়ক নির্বাচন সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। যদি বিসিবি চায়, তবে কেন নয় (অধিনায়ক হতে)? কিন্তু সিদ্ধান্তটি তো বোর্ডের হাতে।’
আফগানিস্তান সিরিজ নিয়ে তাসকিন আরও বলেন, ‘এই সিরিজে ভালো কিছু হবে। আমরা যদি ভালো পারফর্ম করতে পারি, তাহলে খারাপ সময় পেছনে চলে যাবে।’ শারজার উইকেট প্রসঙ্গে তাসকিনের বক্তব্য, ‘সাদা বলে ভালো উইকেটে খেলা হয়। সিরিজটি চ্যালেঞ্জিং হবে, তবে আমরা জিতব ইনশাআল্লাহ।’
এদিকে, তাওহীদ হৃদয়ও আফগানিস্তান সিরিজ নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘আশা করি, সিরিজের শুরুটা ভালো হবে। আমরা এই ফরম্যাটে ভালো খেলে থাকি, এবারও চেষ্টা থাকবে ভালোভাবে শুরু করার। আমাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারলে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে।’