অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি, দৌলতপুরে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
দ. প্রতিবেদক
খুলনা মহানগরীর দৌলতপুর বাজারে পাঁচটি প্রতিষ্ঠানকে সাড়ে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহীম হোসেন ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, নগরীর দৌলতপুর বাজারের মেসার্স নূরুল হক স্টোরে ২০ হাজার টাকা, জয় স্টোরে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ দু’টি দোকানে নির্ধারিত দামের অতিরিক্ত মূল্যে বোতলজাত সয়াবিন তেল বিক্রয় ও মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয়েছে। এছাড়া দৌলতপুর বাজারের রহমানের মাংশের দোকানে মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত দামে মাংশ বিক্রি করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, নির্ধারিত দামের অতিরিক্ত মূল্যে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করায় সরদার ব্রাদার্সকে ৫০০ টাকা, রেলিগেট বাজারের কাশেম স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়