December 6, 2024
বিনোদন জগৎ

স্বামীসহ নয়নতারার নামে মামলা ঠুকলেন ধানুষ

আদালতেই গড়াল দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে ধানুষের কাজিয়া। নায়িকার স্বামীকেও ছাড় দিলেন না নায়ক। দুজনের নামেই মামলা ঠুকে দিলেন অভিনেতা ও প্রযোজক।
ঘটনার সূত্রপাত নয়নের ৩ সেকেন্ডের একটি ভিডিও নিয়ে। নয়নতারার জীবনের কিছু মুহূর্ত নিয়ে নির্মিত হয়েছে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’। তাতে ওই কয়েক সেকেন্ডের দৃশ্য জুড়ে দিতে চেয়েছিলেন।

তবে ধানুষ ব্যাপারটি নিয়ে কোনো রকম সৌজন্যতা দেখাননি। এমনকি পরিষ্কার করেও কিছু বলেননি। দিনের পর দিন এড়িয়ে গেছেন নায়িকাকে। কিন্তু দৃশ্যটি জুড়ে দিতেই হুট করেই পাঠান ১০ কোটির আইনি নোটিশ। যাতে যারপরনাই বিরক্ত নয়ন। প্রশ্ন তোলেন ধানুষের চরিত্র নিয়ে।

সে সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ধানুষের আচরণে ক্ষুব্ধ নায়িকা একটি খোলা চিঠি লেখেন। সেখানে নয়ন বলেছিলেন, ‘এটা অত্যন্ত খারাপ আর আপনার চরিত্র ফাঁস করে দেয়। যে ব্যক্তিত্ব আপনি পর্দায় তুলে ধরেন যদি তার অর্ধেকও আপনার মধ্যে থাকত। কিন্তু স্পষ্টতই, যা বলেন তা নিজে অনুশীলন করেন না। অন্তত আমার আর আমার সঙ্গীর সাথে তো না।’

তবে এ নিয়ে ধানুষ সেসময় কোনো প্রতিক্রিয়া না জানালেও সেসময় তার আইনজীবী লাস্যময়ী নয়নের আইনজীবীকে কড়াভাবে বলেন, “২৪ ঘণ্টা সময় দিলাম, নিজের মক্কেলকে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ থেকে ‘নানুম রাউডি ধান’-এর বিনা অনুমতিতে নেওয়া দৃশ্য সরিয়ে ফেলতে বলুন। তা না করতে পারলে আমার মক্কেল শুধু ১০ কোটি টাকার ক্ষতিপূরণ নয়, আরও আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে।”

এবার সেই পদক্ষেপই নিলেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ধুনষের ‘ওয়ান্ডারবার ফিল্মস প্রাইভেট লিমিটেড’-এর তরফে মামলা দায়ের করা হয়েছে নয়নতারা, ভিগ্নেশ ও তাদের ‘রাউডি পিকচারস প্রাইভেট লিমিটেড’-এর বিরুদ্ধে। নয়নতারার ডকু-ড্রামা ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’-এ নয়নতারা অভিনীত ‘নানুম রাউডি ধান’ সিনেমা থেকে কিছু নির্দিষ্ট ভিস্যুয়াল ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

ধনুষের কোম্পানি Los Gatos Production Services India LLP নামক সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতি দেওয়ার জন্য হাইকোর্টে অনুরোধ করে একটি আবেদনও করেছে। এই সংস্থার মাধ্যমে নেটফ্লিক্স ভারতে তাদের কনটেন্টে বিনিয়োগের রিপোর্ট করে। আদালত ইতিমধ্যেই সেই অনুমতি দিয়েছেন। সূত্রের খবর, পরবর্তী শুনানিতে নয়নতারাকে উত্তর দিতে হবে। তবে নয়ন এ বিষয়ে এখনও মুখ খোলেননি।

শেয়ার করুন: