November 7, 2024
আঞ্চলিকলেটেস্টশিক্ষা

স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

দ. প্রতিবেদক
স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (সোনাডাঙ্গা, খুলনা) কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি ইবাদাত হোসেন ও সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাতসহ ২৯ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- রিয়াজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান, ইশারাত হোসেন, ফয়সাল মামুন, আঃ আজিজ, ওবাইদুল্লাহ গাজী, মহরম হাসান মাহিম, মাসুম বিল্লাহ, সামিদুল ইসলাম, মেরাজুল ইসলাম, সুলতান সালাহউদ্দিন, তৈয়বুর রহমান, শাহিন গাজী, তানভীর রহমান, আঃ রহমান, আঃ সালাম, তাহসিন শেখ, আঃ আহাদ, বাদশা ফিরোজ, সুমন গাজী, আবু বকর সিদ্দিক, ইউসুফ শেখ, শাহাদাত হোসেন, আরাফাত হোসেন, শফিকুল ইসলাম, আবু বকর।
সামাজিক সংগঠনটি ২০২০ থেকে খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রক্তদান, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
সংগঠনের আগামী পরিকল্পনা নিয়ে জানতে চাইলে সভাপতি ইবাদাত হোসেন বলেন, আমাদের সংগঠন বিগত দিনে সমাজসেবামূলক বিভিন্ন কাজ করেছে। মানবতার কল্যাণে আমাদের সংগঠন সর্বদা অগ্রগামী। আমরা সমাজের অবহেলিত, নিপীড়িত, মানুষদের নিয়ে কাজ করবো। ইনশাআল্লাহ এই ধারা আমরা অব্যাহত রাখবো।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন: