July 27, 2024
আঞ্চলিকলেটেস্ট

সুন্দরবনে রাসপূজা শুরু

সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী রাসপূজা শুরু হয়েছে। পূজা উপলক্ষে শনিবার দুপুরে সনাতন ধর্মালম্বীরা চরে পৌঁছেছেন। হিন্দু ধর্মাবলম্বীদের এ উৎসবে ইতোমধ্যেই মুখরিত হয়ে উঠেছে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোর কোল। রাতে পূজা অর্চনা ও নানা ধরনের ধর্মীয় আচার-আচরণ পালন করবেন ভক্তরা। হিন্দু ধর্মালম্বীদের এই মিলন মেলা ২৭ নভেম্বর সকালে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে।
রাস পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু বলেন, পূজা উপলক্ষে কয়েক হাজার পুণ্যার্থী ইতোমধ্যে আলোরকোলে পৌঁছেছে। পূজা অর্চনা ও পুণ্য স্নানের মাধ্যমে রাসপূজা শেষ হবে। আশা করি সবকিছু ঠিকঠাকমত শেষ হবে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোঃ নূরুল করিম বলেন, রাস পূজায় সনাতন ধর্মালম্বীরা ছাড়া অংশগ্রহণ করতে পারবে না। নিয়ম মেনে সনাতন ধর্মালম্বীরা ইতোমধ্যে আলোর কোলে পৌঁছেছেন। নদী পথে নিরাপদ যাতায়াতে ও হরিণ শিকার বন্ধে বনরক্ষীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

শেয়ার করুন: