সাহিত্য নিকেতনের ‘হৃদয়ে বাংলা’ ৮ম সংখ্যার মোড়ক উন্মোচন
খবর বিজ্ঞপ্তি
সাহিত্য নিকেতন-এর দ্বি-মাসিক মুখপত্র “হৃদয়ে বাংলা” ৮ম সংখ্যার মোড়ক উন্মোচন হয়েছে গতকাল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিকেলে জেলা প্রশাসনে আয়োজনে খুলনা পাবলিক লাইব্রেরি চত্বরে একুশের বই মেলার মূল মঞ্চে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
এ সময় উপস্থিত ছিলেন খুলনার জেলা পরিষদ-এর চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুভাষ চন্দ্র সাহা, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর প্রমূখ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সারোয়ার আহমেদ সালেহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), গোলাম মঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইউসুপ আলীসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের প্রতিনিধি। অনুষ্ঠানে সাহিত্য নিকেতনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি বিশ্বাস মিলন আহমেদ মিলি, সহ-সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস, সহ-সম্পাদক ও হৃদয়ে বাংলা’র সম্পাদক শিবনাথ মÐল হিমাংশু, কোষাধ্যক্ষ খন্দকার বাপ্পী, প্রকাশনা সম্পাদক বিপুল কুমার বিশ্বাস, দপ্তর সম্পাদক রামকৃষ্ণ বিশ্বাস, নঈম হাসান, রুম্পা রায়, রাজিবুল রেজোয়ান প্রমূখ।