September 8, 2024
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

সাক্কুকে হারিয়ে কুমিল্লায় বিজয়ী বাহারকন্যা সূচনা

দক্ষিণাঞ্চল ডেস্ক
টানা দুবারের সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মো. মনিরুল হক সাক্কুকে হারিয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনের বাস প্রতীকে বিজয়ী হয়েছেন তাহসিন বাহার সূচনা। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার সময় কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে এ ফল ঘোষণা করেন কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন। তাহসিন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের চার বারের প্রভাবশালী এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে।
ঘোষিত ফলাফলে, মেয়র পদে উপনির্বাচনে ১০৫টি কেন্দ্রের ফলাফলে ডা. তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। এছাড়া অন্য দুই প্রার্থী ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট, হাতি প্রতীক নিয়ে পাঁচ হাজার ১৭৩ ভোট পান নূর-উর রহমান মাহমুদ তানিম। মোট প্রদত্ত ভোট ৯৪ হাজার ১১৫। ভোটের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ।
উল্লেখ্য, কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার ১০৫টি কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১৮ হাজার ১৮২ জন, নারী ১ লাখ ২৪ হাজার ২৭৮ জন ও দুইজন তৃতীয় লিঙ্গের।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন: