শার্শায় দুই বাসের সংঘর্ষে চালক নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
যশোরের শার্শায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। যশোরের নাভারন হাইওয়ে পুলিশের ওসি জহির উদ্দিন জানান, বুধবার সকাল ৮টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শার হাড়িখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
আহতরা হলেন- তৃপ্তি (২৪), আঁখি (১৫), সহিদুল (৪৮), চালক নজির (২৯), আছিয়া (১৬), ফাতেমা (২৮), মেহের আলি (৩৭), জরিনা (৪৫), রেজিনা (২০), ছাব্দার (৭০),গনি আমিন (৩৫)। তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) সুকদেব রায় বলেন, সাতক্ষীরা কলারোয়ার বুঝতলা বিবিআর এনএস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গ্রিন বাংলা পরিবহনের বাসে করে নাটোর রাজবাড়ী পিকনিকে যাচ্ছিলেন।
এ সময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি লোকাল বাসের সঙ্গে পিকনিকের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকাল বাসের চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাস চালকের সহকারীরা পালিয়ে যায় বলে বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ তৌহিদুর রহমান সুমন বলেন জানান।