December 7, 2024
খেলাধুলা

লেবাননের বিপক্ষে পয়েন্ট চায় বাংলাদেশ

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ তে নাস্তানাবুদ হওয়ার পর, কাল ঘরের মাঠে র‌্যাঙ্কিংয়ে ১০৪ নম্বরে থাকা লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুই দলের র‌্যাঙ্কিংয়ে বিস্তর ব্যবধান থাকলেও লেবাননকে নিজেদের মাঠে বাংলাদেশের ধরাশায়ী করার পরিকল্পনা। যদিও দলের দুই নির্ভরযোগ্য ফুটবলার রাকিব হোসেন ও সাদ উদ্দিন না থাকায় দলের শক্তি কিছুটা খর্ব হয়েছে। তার পরেও কাবরেরা মনোবল হারাচ্ছেন না। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা পৌনে ৬টায় গড়াবে ম্যাচটি।

বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুটা বাজেভাবে হওয়ায় চাপ কাজ করছে স্বাগতিক দলে। সাত গোলের বিশাল ব্যবধানে পরাজয়ের কথা ভাবতেই হতাশায় নুয়ে পড়ছে। তবে সেই ম্যাচটি ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘আগের ম্যাচে যে ভুল করেছি তা এবার করতে চাই না। আমরা আগের ম্যাচ ভুলে যেতে চাই। সামনের দিকে এগিয়ে যাওয়াটাই এখন লক্ষ্য। আমি মনে করি লেবানন ও ফিলিস্তিনের বিপক্ষে পয়েন্ট নিতে পারবো। ওরা আমাদের চেয়ে এতো দূরে নয়। সবাই মিলে চেষ্টা করবো। আমরা ম্যাচের জন্য তৈরি।’

এদিকে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন অস্ট্রেলিয়ার হারটাকে ভুলিয়ে দলকে তিনি এই ম্যাচের জন্য প্রস্তুত করেছেন। বলেছেন, ‘এখন অস্ট্রেলিয়ায় কী হয়েছে, সেটা ভুলে আমরা আগামীকাল ম্যাচটি খেলতে মুখিয়ে আছি। সাফে ওদের বিপক্ষে খেলার আগে ছেলেরা একটু ভীত ছিল। তবে ওরাই প্রমাণ করেছে যে এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে। আমরা কাল ৩ পয়েন্টের লক্ষ্য নিয়েই ঝাঁপাব।’

অধিনায়ক জামাল ভুঁইয়াও জয় চান। তিনি জানান, ‘আমরা যদি লেবাননকে হারাতে পারি, তবে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করব। তখন আগামী পাঁচ মাস আর কেউ অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের কথা বলবে না।’

ঢাকায় ফিরে তিন দিনে লেবানন বধে পরিকল্পনা এঁটেছে দল। বাংলাদেশ যেমন প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে লেবানন কিন্তু তা করেনি। প্রথম ম্যাচে তারা ফিলিস্তিনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। আবুধাবিতে সেই ম্যাচ খেলে আগেভাগেই ঢাকায় এসে এখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছে। নতুন ক্রোয়েশিয়ান কোচ নিকোলা জুরসেভিচও চাইছেন দলকে পয়েন্ট এনে দিতে। বাংলাদেশকে সমীহ করে ভালো ম্যাচ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এখন দেখার বিষয় কিংস অ্যারেনায় নিজেদের মাঠে বাংলাদেশ কী করে!

শেয়ার করুন: