October 3, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

রূপসায় আ’লীগের দু’গ্র“পের সংঘর্ষের ঘটনায় মামলা

রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের জোয়ার এলাকায় আওয়ামী লীগের দুই গ্র“পের ধাওয়া-পাল্টা ধাওয়া, একে অপরের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার ভিকটিম মহিশাগুনী গ্রামের শেখ সৈয়দ আলীর পুত্র বিল­াল শেখ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। পুলিশ গ্রেফতারকৃত আসামি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবসহ অন্যদের জেল হাজতে পাঠিয়েছে।
মামলার আসামিরা হলেন ফারুক মলি­ক (৪৮), মোঃ জাহিদ শেখ (৩২) মোঃ লিঠু মলি­ক (৪৫), এস এম হাবিব (৫০), ইকরামুল মোড়ল (৪৮), মহিদ মোড়ল (৪৮), ওহিদ মোড়ল (৫৬), আরিফ মোড়ল (৪০), ইমলাক মলি­ক (৩০), জিয়া শেখ (৪৬), মিজান মোড়ল (৪৬), মিলন মোল­া (৩৫), সাগর শেখ (২৫), মনির শেখ (৪৮), কালা শেখ (৩২), সুমন মোড়ল (২৮), শহিদুল মোড়ল (৪২) সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন। মামলার বিবরণে বলা হয়েছে ২২ ডিসেম্বর পৌনে বারোটার সময় আসামিরা বেআইনি জনতাবদ্ধ হয়ে লোহার রড ধারালো রামদা, চাইনিজ কুড়াল, লোহার হাতুড়ি, বাঁশের লাঠি ও ভেলা নিয়ে ভুক্তভোগীদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট ও জখম করে। এ সময় ভুক্তভোগীর কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পুলিশ জোয়ার, বাধাল, মহিশাগুনী এলাকায় অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ফারুক মলি­ক, মহিদুল ইসলাম এবং জাহিদকে গ্রেফতার করে। গতকাল শনিবার তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে রূপসা থানার ওসি শওকত কবীর জানান ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

উলে­খ্য, রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের জোয়ার এলাকায় একটি সাইকেল ভ্যানের হাটের দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্র“পের মধ্যে গত ২২ ডিসেম্বর সংঘর্ষ হয়।

শেয়ার করুন: