December 22, 2024
বিনোদন জগৎ

মেয়েকে সবসময় সঙ্গে রাখার কারণ জানালেন ঐশ্বরিয়া

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই দম্পতির মেয়ে আরাধ্যা বচ্চন এখন আর ছোট্টটি নেই। কৈশোরে পা রেখেছে। এই বয়সে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটানোর কথা। কিন্তু আরাধ্যা এর উল্টো। মায়ের ন্যাওটা সে। সারাক্ষণ মায়ের পিছু পিছু ঘোরে। এ নিয়ে কথাও উঠেছে। এবার বিষয়টি মুখ খুললেন রাই সুন্দরী। জানালেন কন্যাকে সবসময় সঙ্গে রাখার কারণ।

সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকেও মেয়েকে নিয়ে গিয়েছিলেন ঐশ্বরিয়া। তাই দেখে নেটাগরিকের একাংশের প্রশ্ন, কেন সব জায়গায় মেয়েকে নিয়ে যান অভিনেত্রী? এই একই প্রশ্ন সম্প্রতি এক অনুষ্ঠানের লাল গালিচায় ঐশ্বরিয়ার দিকে ছুড়ে দেন ছবিশিকারিরা। উত্তরে ঐশ্বররিয়া তার মেয়ের হাত ধরে বলেন, “ও আমার মেয়ে। ও সব জায়গায় আমার সঙ্গে যাবে।”

এদিকে বছরের বেশি সময় ধরে গুঞ্জন চলছে, ঘর ভাঙছে অভিষেক-ঐশ্বরিয়ার। সম্প্রতি এক অনুষ্ঠানে রাই সুন্দরীর হাতে বিয়ের আংটি দেখা না গেলে আগুনে যেন ঘি পড়ে। বিচ্ছেদের গুঞ্জন সত্য ধরে নেন অনেকে। পরের এক অনুষ্ঠানে আঙুলে আংটি দেখিয়ে গুঞ্জনের লাগাম টানেন ঐশ্বরিয়া নিজেই।

শেয়ার করুন: