মিছিলে মিছিলে মুখরিত খুলনার রাজপথ, সম্মেলনে জনস্রোত
দ: প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর ও জেলা শাখার সম্মেলনকে কেন্দ্র করে মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে খুলনা মহানগরীর রাজপথ। প্রায় ৫ বছর পর গতকাল মঙ্গলবার সম্মেলনকে কেন্দ্র করে উজ্জীবিত তৃণমূল নেতাকর্মীরা। এদিন সকাল থেকে নগর ও জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে এসেছে নেতাকর্মী ও সমর্থকরা। খন্ড খন্ড মিছিলের নগরীতে পরিণত হয়েছে খুলনা।
নগরীর ও জেলার বিভিন্ন সড়কে নেতাকর্মীদের জমায়েত এবং মিছিল সহকারে খুলনা সার্কিট হাউজ ময়দানের সম্মেলনস্থলে ছুটে আসনে। নেতাকর্মীদের মাথায় লাল-সবুজের ক্যাপ, গায়ে রং-বেরঙের গেঞ্জি, কপালে ফিতা আর হাতে ব্যানার ফেস্টুন নিয়ে এসেছে সম্মেলনস্থলে। মুহুর্তের মধ্যে খুলনা সার্কিট হাউজ ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সম্মেলনস্থল জনস্রোতে রূপ নেয়।
দলীয় সূত্র জানায়, সম্মেলনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ৬৭ জন এবং ৯টি উপজেলা থেকে ১৫৭ জন কাউন্সিলর এবং ৪ হাজার ডেলিগেট অংশ নিয়েছেন। মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ৬৬ জন ও ৩৬টি ওয়ার্ড থেকে ১২ জন করে ৪৩২, প^াচটি খাবা খেবে পাঁচজন এবং ২৫ জন কাউন্সিলর ছাড়াও ৩৬ সাংগঠনিক ওয়ার্ড থেকে ২শ’ জন করে ৭ হাজার ২শ’ জন ডেলিগেট সম্মেলনে যোগদান করেছে।