March 3, 2024
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

মহাখালীতে ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত বেড়ে ৪

রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে গ্যাস পাইপের বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন। তার নাম মো. মাসুম মিয়া।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মৃত্যু হয় তার। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, মাসুমের শরীর ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও চারজন। তারা হলেন, মামুন (৩০), রানা (৩০), কামাল (৫০) ও জীবন (২১)।

নিহত মাসুমের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। তার বাবার নাম মো. সালাউদ্দিন।

গত বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে মহাখালীর ওই ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আটজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

পরদিন বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল খায়ের নামে একজন। এরপর গতকাল রোববার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে মারা যান মো. সালাউদ্দিন। আর আজ সকাল সাড়ে সাতটার দিকে মারা যান আমির হোসেন। সর্বশেষ না ফেরার দেশে পাড়ি জমালেন মাসুম মিয়া।

ডা. তরিকুল ইসলাম আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একজনকে আইসিইউতে এবং দুইজনকে এইডিইউতে রাখা হয়েছে। আর একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এসব দগ্ধদের মধ্যে মামুনের শরীরের ৫ শতাংশ, রানার ৫ শতাংশ, জীবনের ৮ শতাংশ এবং কামালের ১৫ শতাংশ পুড়ে গেছে।

শেয়ার করুন: