December 6, 2024
অর্থনীতিজাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

ভবিষ্যতে কেউ আর টাকা পাচার করতে পারবে না: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিগত সরকারের রেখে যাওয়া অনিয়ম-দুর্নীতি ২-৪ মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। তবে বর্তমানে কিছুটা হলেও স্থিতিশীলতা আসতে শুরু করেছে।

শনিবার (৩০ নভেম্বর) সোনারগাঁও হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘প্রাইভেট সেক্টর আউটলুক; প্রত্যাশা ও অগ্রাধিকার’ শীর্ষক বাণিজ্য সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ক্ষয় হয়ে যেতে শুরু করা দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। বিদেশি দাতা সংস্থাগুলো খুবই ইতিবাচক সাড়া দিচ্ছে। তবে এমন কোনও খাত নাই যেখানে অনিয়ম-দুর্নীতি হয়নি। গত সরকারের রেখে যাওয়া এসব অনিয়ম-দুর্নীতি ২-৪ মাসে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা সম্ভব নয়। তবে ভবিষ্যতে কেউ আর টাকা পাচার করতে পারবে না।
ব্যবসায়ী নেতাদের বেসরকারি খাতে ঋণের সুদ কমানোর দাবির প্রেক্ষিতে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নীতিসুদ হার আপাতত বাড়ানো হবে না। বেসরকারি খাতে যেন ঋণ প্রবাহ কমে না যায়, সেদিকে নজর সরকার রাখছে।
অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক থেকে ডিপোজিট নিয়ে চলে গেছে, এর দৃষ্টান্ত বাংলাদেশে বিরল। অন্তর্বর্তী সরকার সেটার উত্তরণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে। মূল্যস্ফীতি একটা বড় চ্যালেঞ্জ, রিজার্ভ স্থিতিশীলতা ও সুদের হার সন্তোষজনক পর্যায়ের মাধ্যমে এ অবস্থার উত্তরণ হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য উপদেষ্টা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি আব্দুল হাই সরকার, বিটিএমএ শওকত আজিজ রাসেল, ফিকির সভাপতি জাভেদ আখতার, এবিবির সভাপতি সেলিম আর এফ হোসেন, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী ও ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোক্তাদির এ সম্মেলনে প্যানেল আলোচক হিসেবে অংশ নেবেন।
শেয়ার করুন: