বাগেরহাটে কিশোরী ধর্ষণে অন্তঃসত্ত্বা
দক্ষিণাঞ্চল ডেস্ক
বাগেরহাটে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণে অন্তঃসত্ত¡া হওয়ায় এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। জেলার পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, রোববার রাতে ঘটনা জানার পর কিশোরীর মা বাদী হয়ে রনি পাইক (১৮) নামে এক তরুণের বিরুদ্ধে সদর থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে এই মামলা করেন। রনি সদর উপজেলার বেমরতা ইউনিয়নের জয়গাছী গ্রামের হাবিবুর রহমান পাইকের ছেলে।
কিশোরীর মায়ের অভিযোগ, গত ৩০ আগস্ট দুপুরে রনি তাদের বাড়ি গিয়ে তার মেয়েকে ধর্ষণ করেন। এ সময় বাড়িতে কেউ ছিল না। ঘটনার দিন আমি বাড়ি ফিরলে বাকপ্রতিবন্ধী মেয়ে ইশারায় আমাকে জানালেও আমি বুঝতে পারিনি। রোববার সে অসুস্থ হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, মেয়ে অন্তঃসত্ত¡া। মেয়ের ইঙ্গিতে বুঝতে পেরেছি রনি এ কাজ করেছে। রনি বেশ কিছুদিন আমার ছোট ছেলের গৃহশিক্ষক ছিল। তিনি রনির উপযুক্ত বিচার দাবি করেছেন।
পুলিশ সুপার বলেন, অন্তঃসত্ত¡া এই কিশোরী অসুস্থ হওয়ায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আসামি রনিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।