October 6, 2024
আঞ্চলিক

বটিয়াঘাটা উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক এক সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, বীর মুক্তিযোদ্ধা শেখ আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, ইউপি চেয়ারম্যান গোলাম হাসান, খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল আলম, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম বিশ্বাস, সেটেলমেন্ট কর্মকর্তা মোঃ আজিজুল হক, ভারপ্রাপ্ত আনসার ভিডপি কর্মকর্তা শামছুন্নাহার খানম, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের ম্যানেজার শামীমা খাতুন, বটিয়াঘাটা থানার প্রতিনিধি এসআই নূর মোহাম্মদ, লবনচরা থানার প্রতিনিধি মিহির কান্তি মন্ডল, হরিনটানা থানার প্রতিনিধি রুবেল মোহন্ত, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা শুভেন্দু ঘোষ, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জিয়াউল হক জসিম, আ-লীগ নেতা অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, উপজেলা প্রেস ক্লাবের প্রতিনিধি, সাংবাদিক মোঃ ইমরান হোসেন প্রমূখ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা করা হয়। অন্যদিকে বেলা ১২টায় আসন্ন ১৬ ডিসেম্বর “মহান বিজয় দিবস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা ঐ একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কমিটি ও সাব কমিটি গঠন করা হয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *